thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১২৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০১৩ নভেম্বর ২৭ ১৩:৫৫:২৭
কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১২৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

কুমিল্লা সংবাদদাতা : ১৮ দলের ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় পৃথক দুটি মামলায় বিএনপি-জাময়াতের ১২৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের দ্য রিপোর্টকে জানান, মঙ্গলবার রাতে নিহত রিকশা চালক বাবুল মিয়ার স্ত্রী হালিমা বেগম বিএনপি-জামায়াতের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ৫০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

অপরদিকে পুলিশের কাজে বাধাদানের অভিযোগে লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) সুকেন্দ্র বসু বাদি হয়ে বিএনপি-জামায়াতের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

এদিকে বিএনপি নেতাদের দাবি রিকশা চালক বাবুল মিয়া কান্দিরপাড় ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিক দলের কর্মী। তাকে নিয়ে লাকসাম থানায় যে হত্যা মামলা হয়েছে তা উদ্দেশ্যমূলক।

এবিষয়ে লাকসাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খোকন দ্য রিপোর্টকে বলেন, ‘ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে আমরা বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করবো।’

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের দৌলতগঞ্জ বাজার এলাকায় জোটের নেতাকর্মীরা অবরোধ সমর্থনে একটি মিছিল বের করে। এসময় পুলিশ, আওয়ামী লীগ ও জোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে রিকশা চালক বাবুল মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

(দ্য রিপোর্ট/জেএ/এমসি/এইচএসএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর