thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ২

২০১৩ নভেম্বর ২৭ ১৫:০৩:৩৭
সিরাজগঞ্জে সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ সংবাদদাতা : বেলকুচিতে বিএনপি-জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। নিহতরা হলেন- বেলকুচি উপজেলা ধুকুরিয়া বেড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ (২৮) ও ধুকুরিয়া বেড়া এলাকার জামায়াত নেতা আব্দুল জলিল (৫৫)।

মাসুম বিল্লাহ চাঁদনী মিতুয়া গ্রামের শামসুল আলমের ছেলে ও আব্দুল জলিল উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের রিয়াজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে বেলা ১২টার দিকে মিছিল বের করে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। মিছিলটি উপজেলার মুকন্দগাতী গার্লস স্কুলের সামনে পৌঁছলে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কমীদের উদ্দেশ্যে বিএনপি-জামায়াত নেতা-কমীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলে হামলা চালালে সংঘর্ষ বেধে যায়।

সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ও পুলিশের টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপে ছাত্রদল ও জামায়াতের দুজন নিহত হন। আহত হন উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম কিবরিয়া, যুবদল নেতা রাসেল আহমেদসহ প্রায় ১৫ জন নেতা-কর্মী।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সরকার দ্য রিপোর্টকে জানান, বার বার নিষেধ করা সত্ত্বেও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশের উপর ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ বাধ্য হয়ে রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এ সময় থানার এক এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। পুনরায় সংঘর্ষে আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএ/আইজেকে/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর