thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

চট্টগ্রামে অবরোধকারীদের ধাওয়ায় সিএনজিযাত্রী নিহত

২০১৩ নভেম্বর ২৭ ১৬:১৩:২৪
চট্টগ্রামে অবরোধকারীদের ধাওয়ায় সিএনজিযাত্রী নিহত

চট্টগ্রাম প্রতিবেদক : নগরীর পটিয়ায় অবরোধকারীদের ধাওয়ায় একটি সিনজি অটোরিক্সা উল্টে ১ যাত্রী নিহত হয়েছেন। দুপুরে অপর একটি ঘটনায় সিটি গেইট এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অবরোধকারীরা দুপুরের দিকে সিটি গেইট পুলিশ বক্স ভাঙচুর শুরু করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারা পুলিশের ৪ টি মোটরসাইকেল ও আওয়ামী লীগ অফিসে আগুন দেয়।

এ ঘটনায় পুলিশ বিশ্বকলোনীতে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে, ৮ জনকে আটক করে। পুলিশের গুলিতে আহত হয় ২ জন।

অন্যদিকে পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। অবরোধকারীদের ধাওয়ায় পালাতে গিয়ে সিএনজিটি উল্টে যায়। বুধবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজউদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/কেএস/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)

কবির হোসেন সিদ্দিকী,চট্টগ্রাম ২৭ নভেম্বর ২০১৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর