thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সীতাকুণ্ডে সংঘর্ষ, পুলিশ-বিজিবিসহ আহত ৩০

২০১৩ নভেম্বর ২৭ ১৬:২৩:১৪
সীতাকুণ্ডে সংঘর্ষ, পুলিশ-বিজিবিসহ আহত ৩০

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডের এয়াকুবনগরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। দুপুর ১টা থেকে সংঘর্ষ শুরু হয়। এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত সংঘর্ষে ৪ পুলিশ, ১ বিজিবি সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ও বিজিবির গুলিতে এক শিশুসহ দুজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক ব্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ১৮ দলের নেতাকর্মীরা রেললাইন ও মহাসড়ক অবরোধ করলে পুলিশ-বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের এসআই মিজান, এসআই আনোয়ার, কনস্টেবল রহিম সাজ্জাদ ও বিজিবি সদস্য লুৎফর আহত হন।

পুলিশ ও বিজিবি সদস্যরা এলোপাতাড়ি গুলি চালালে নাজিম উদ্দিন (১১) ও আবছার (২৬) নামে দুজন আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে পাঠায়। শিশু নাজিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর