thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চট্টগ্রামে রেললাইনে আগুন, যোগাযোগ বিছিন্ন

২০১৩ নভেম্বর ২৭ ১৭:০৪:১৭
চট্টগ্রামে রেললাইনে আগুন, যোগাযোগ বিছিন্ন

চট্টগ্রাম সংবাদদাতা : রেললাইনের উপর আগুন জ্বালিয়ে অবরোধ করায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিছিন্ন হয়ে গেছে। রেললাইনে বুধবার দুপুরে আগুন দেয় অবরোধকারীরা।

রেল স্টেশনের ম্যানেজার সামশুল আলম জানান, স্টেশন থেকে সূবর্ণ এক্সপ্রেস ছেড়ে যাওয়ার পর আর কোনো ট্রেন যেতে পারেনি। গোধূলী ট্রেনও আটকে আছে। এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়েছে ফৌজদারহাট স্টেশনের কাছে।

তিনি জানান, সীতাকুণ্ডের কাছে এবং নগরীর পাহাড়তলী ইস্পাহানি এলাকায় রেললাইন অবরোধ করে আগুন দেওয়ার কারণে রেল চলাচল বন্ধ রয়েছে।

অবরোধের কারণে মঙ্গলবারও সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ ছিল।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/নভেম্বর ২৭,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর