thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঝিনাইদহে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

২০১৩ নভেম্বর ২৭ ২০:২৩:২১
ঝিনাইদহে গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধ

ঝিনাইদহ সংবাদদাতা : অবরোধের দ্বিতীয় দিনে ঝিনাইদহে সড়ক-মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে পিকেটাররা। দুপুরে মহেশপুরের নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে পিকেটাররা। সকালে সদর উপজেলার বিষয়খালীতে ১৫টি আলমসাধু ও ২টি ট্রাক ভাঙচুর করা হয়। মহেশপুরের খালিশপুরে জামায়াত-শিবিরের হামলা ও সংঘর্ষে এসবিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিষুসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শেখপাড়া, মহেশপুর উপজেলার খালিশপুর, দারিয়াপুর বাজার, হুদার মোড় ও কোটচাঁদপুর উপজেলা শহরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টার থেকে বলুহর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তায় আগুন জ্বালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। এ ছাড়া কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের লাউতলা, ঘিঘাটি, ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ নিমতলা বাসস্ট্যান্ড, মোবারকগঞ্জ সুগার মিলগেট ও খয়েরতলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। তবে বড় ধরনের কোনো নাশকতার সংবাদ পাওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/টিএম/এএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর