thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বগুড়া-লালমনিরহাট ট্রেন যোগাযোগ বন্ধ

২০১৩ নভেম্বর ২৮ ০৮:২৮:৫৫
বগুড়া-লালমনিরহাট ট্রেন যোগাযোগ বন্ধ

বগুড়া সংবাদদাতা : ১৮ দলের অবরোধ চলাকালে বগুড়ার সাবগ্রামের জামতলায় রেললাইন তুলে ফেলায় সান্তাহার-লালমনিরহাটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাত ১টার দিকে দুর্বৃত্তরা ওই স্থানের রেললাইন, প্যান্ডেল ও ফেসপ্লেট তুলে অন্যত্র সরিয়ে ফেলে।

বগুড়া রেলওয়ে পুলিশের এসআই বিমল কুমার বলেন, বগুড়া রেলস্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে সাবগ্রামের জামতলায় রাত ১ টার দিকে ৭২ ফুট রেললাইন তুলে ফেলে দুর্বৃত্তরা। এ সময় দুই শতাধিক প্যান্ডেল ও ফেসপ্লেট খুলে নিয়ে গেছে তারা। এর ফলে সান্তাহার থেকে বগুড়া হয়ে লালমনিরহাট লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বগুড়া রেলস্টেশন মাস্টার বেলাল হোসেন জানান, জামতলায় রেললাইন সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। আশা করছি আগামী কয়েক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

(দ্য রিপোর্ট/এএইচ/এপি/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর