thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে মদ ও গাঁজাসহ দুই নারী আটক

২০১৪ জুন ১৫ ১৭:৫৭:৫৪
চট্টগ্রামে মদ ও গাঁজাসহ দুই নারী আটক

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও চোলাই মদসহ দুই নারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- চম্পা বেগম (৩০) ও নূর নাহার (৩০)। শনিবার গভীর রাতে নগরীর রেলওয়ে বয়লার কলোনি ও সিনেমা প্যালেস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আধা কেজি গাঁজা ও ৫০ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার বেড়াডাঙ্গা গ্রামের আবুল হোসেনের স্ত্রী চম্পাকে গাঁজাসহ এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরপুয়াজ এলাকার মোতালেব হোসেনের স্ত্রী নূর নাহারকে মদসহ আটক করা হয়েছে। আটক দু্ইজনের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/এনআই/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর