thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আজিমপুরে পুলিশ-শিবির সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

২০১৩ নভেম্বর ২৮ ০৯:২৫:৩২
আজিমপুরে পুলিশ-শিবির সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

দ্য রিপোর্ট : আজিমপুরে পুলিশ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, সকাল সাড়ে ৭ টার দিকে অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবির।পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি, টিয়ারসেল ও রাবার বুলেট ছোঁড়ে।শিবিরকর্মীরা এ সময় ৮-১০টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ৬-৭টি গাড়ি ভাঙচুর করে পালিয়ে যায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশের রিজার্ভ টিম মোতায়েন করা হয়।

(দ্য রিপোর্ট/এনডি/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর