thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রায়ের বাগে বাস ভাঙচুর, সিএনজিতে আগুন

২০১৩ নভেম্বর ২৮ ১০:১৮:৫৫
রায়ের বাগে বাস ভাঙচুর, সিএনজিতে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রায়েরবাগ মেডিকেল এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করে শিবিরকর্মীরা। মিছিল থেকে তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ৫-৬টি বাস ভাঙচুর করে ও ৩টি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ২৫-৩০ জন শিবিরকর্মী একটি মিছিল বের করে। মিছিল থেকে ৫-৬টি বাস ভাঙচুর ও ৩টি সিএনজি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কেউ হতাহত হয়নি। কাউকে আটক করা যায়নি।

এদিকে রাজধানীর মধ্য বাড্ডার প্রগতি সরণিতে ৯টা ১০ মিনিটে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

(দ্য রিপোর্ট/এনডি/এএস/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর