thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

বিজ্ঞানী আলফ্রেড নোবেল

২০১৩ অক্টোবর ২১ ১২:২২:২৫ ০০০০ 00 ০০ ০০:০০:০০
বিজ্ঞানী আলফ্রেড নোবেল
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক আলফ্রেড নোবেল ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। ডিনামাইটের আবিষ্কারক হিসেবে তিনি খ্যাতিমান। মৃত্যুর আগে উইল করে তিনি সুবিশাল অর্থ সম্পত্তি নোবেল ইন্সটিটিউট প্রতিষ্ঠার জন্য রেখে যান।

১৯০১ সাল থেকে এই ইন্সটিটিউট বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য নোবেল পুরষ্কারের অর্থ যোগান দিচ্ছে।।

১৮৫০ থেকে ১৮৫২ সাল পর্যন্ত আলফ্রেড প্যারিসে টি জুলস পেলৌজ গবেষণাগারে কাজ করেন । ১৮৬২ সালে আলফ্রেড নাইট্রোগ্লিসারিন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। ১৮৬৬ সালে যুক্তরাষ্ট্রে ‘ইউনাইটডে স্টেটস ব্লাস্টিং অয়েল কোম্পানি’ প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিনের পরীক্ষার পর এ সময়ই তিনি বুঝতে পারেন, নাইট্রোগ্লিসারিনের সাথে কাইসেলগুর মেশালে তা স্থিত হয়। এই নতুন মিশ্র বিস্ফোরকের নাম দেন ডিনামাইট। যা পরবর্তীতে হয়ে উঠে বিজ্ঞানের ইতিহাসে গুরুত্বপূর্ণ আবিষ্কার।

আবিষ্কার ও ব্যবসা উভয়ক্ষেত্রেই বেশ সফল ছিলেন আলফ্রেড। বিখ্যাত ইস্পাত নির্মাতা কোম্পানি বোফর্সসহ বেশক’টি কোম্পানির মালিক ছিলেন তিনি। তার নামে ৩৫০টি ভিন্ন ভিন্ন আবিষ্কারের প্যাটেন্ট রয়েছে।

ব্যক্তিগত জীবনে চিরকুমার আলফ্রেড নোবেল ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর ইতালির সানরেমোতে মারা যান।

(দিরিপোর্ট২৪/ওএস/ডব্লিউএস/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

এই দিনে এর সর্বশেষ খবর

এই দিনে - এর সব খবর