thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ধানমন্ডিতে শিবির-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

২০১৩ নভেম্বর ২৮ ১১:৫১:২৭
ধানমন্ডিতে শিবির-পুলিশ সংঘর্ষ, বাসে আগুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বরে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিবিরকর্মীরা ১টি বাস ও ১টি লেগুনায় আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে মীনাবাজারের সামনে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, অবরোধের সমর্থনে জামায়াত শিবিরকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় তারা গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ গুলি ছুঁড়লে অবরোধকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়।

ধানমন্ডি থা্নার ওসি মহম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নেভায়।

অপরদিকে রাজধানীর গ্রীনরোড এলাকায় সকাল ৯টা ৩৫ মিনেটে রূপসা কমিউনিটি সেন্টারের গলি থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থনকারীরা। পান্থপথ মোড়ে থাকা টহল পুলিশ দ্রুত তল্লাশি শুরু করে। তবে কেউকে আটক করতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/ডি/এফএস/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর