thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

টঙ্গীতে ফিসপ্লেট খুলে ফেলেছে অবরোধকারীরা

২০১৩ নভেম্বর ২৮ ১১:৪২:৩৪
টঙ্গীতে ফিসপ্লেট খুলে ফেলেছে অবরোধকারীরা

গাজীপুর সংবাদদাতা : টঙ্গীর বনমালা এলাকায় ট্রেন লাইনের কয়েকটি ফিসপ্লেট খুলে ফেলেছে অবরোধকারীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ খবর পেয়ে তা দ্রুত মেরামত করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থকরা টঙ্গীর বনমালা এলাকায় সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন লাইনের ওপর অগ্নিসংযোগ করে। এ সময় তারা বেশ কয়েকটি ফিসপ্লেট খুলে ফেলে এবং সিগন্যাল তার বিচ্ছিন্ন করার চেষ্টা চালায়।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ফিশপ্লেট ও সিগন্যাল কর্ড মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এ সময় আধাঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়। এ ছাড়া অবরোধের তৃতীয় দিনে গাজীপুরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নিরাপত্তা রক্ষায় র‌্যাব-পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর