thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

বাগেরহাটে সড়ক অবরোধ

২০১৩ নভেম্বর ২৮ ১২:৩১:৫৯
বাগেরহাটে সড়ক অবরোধ

বাগেরহাট সংবাদদাতা : ১৮ দলের নেতাকর্মীরা বাগেরহাটের খানজাহান আলী দরগা এলাকায় সড়ক অবরোধ করে। এ ছাড়া রামপাল, মংলা, কচুয়া ও মোড়েলগঞ্জের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করা হয়। বৃহস্পতিবার ভোর থেকে ১৮ দলের নেতাকর্মীরা অবরোধ পালন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাগেরহাটের খানজাহান আলী মাজার গেটের সামনে মহাসড়কে জেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু, ১৮ দলীয় জোটের সদস্য সচিব অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম অবরোধের নেতৃত্ব দেন। এ ছাড়া বাগেরহাটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, অবরোধ কর্মসূচিতে বাগেরহাটের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নাশকতা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমকে/এস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর