thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মঙ্গলবার থেকে জাবিতে ফের ধর্মঘট

২০১৩ অক্টোবর ২১ ১২:৪৫:৫৮
মঙ্গলবার থেকে জাবিতে ফের ধর্মঘট
দিরিপোর্ট২৪ প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহারের দাবিতে শিক্ষক সমিতির বেঁধে দেওয়া সময় রবিবার শেষ হয়েছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার থেকে আবারো ধর্মঘটে যাচ্ছে সমিতি।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার জানান, ধর্মঘটের আওতায় থাকবে সব ধরনের ক্লাস-পরীক্ষা, প্রশাসনিক কর্মকাণ্ড ও বিশ্ববিদ্যালয়ের যানবাহন।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষক ফোরামের সদস্যসচিব মুহামঞ্চদ কামরুল আহসান জানান, উপাচার্যকে প্রত্যাহার করা না হলে তারাও শিক্ষক সমিতির সঙ্গে যৌথভাবে আন্দোলনে যাবেন।

উপাচার্যকে প্রত্যাহারের ব্যাপারে সরকারের কেউ যোগাযোগ করেছিল কি-না জানতে চাইলে অজিত কুমার মজুমদার বলেন, ‘আমাদের সঙ্গে এখনো কেউ যোগাযোগ করেনি। তাই শিক্ষক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে ধর্মঘট শুরু হবে।’

উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতির মধ্যে ৯ অক্টোবর সিন্ডিকেট সভা অনুষ্ঠানকে কেন্দ্র করে উপাচার্য দুজন শিক্ষককে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করে সাধারণ শিক্ষক ফোরাম।

উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, আন্দোলনকারী শিক্ষকরা তাকে লাঞ্ছিত করেছেন।

(দিরিপোর্ট২৪ডটকম/ওএস/এইচএস/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর