thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নাছির, খসরুসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০১৩ নভেম্বর ২৮ ১৩:৪৬:৫১
নাছির, খসরুসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দিন, নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, নগর জামায়াতের আমির ও সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামসহ ১৮ দলের ৬৭ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের হয়েছে।

চকবাজার থানার এস আই তৌহিদুল আনোয়ার জানান, ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করে বৃহস্পতিবার সকালে এস আই শিবেন বিশ্বাস মামলাটি দায়ের করেন।

অন্যদিকে, পটিয়া থানার এস আই সাহাব উদ্দীন বৃহস্পতিবার সকালে বাদী হয়ে দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের চৌধুরীকে প্রধান আসামি করে বিএনপির ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মঙ্গলবারের সহিংস ঘটনায় এ মামলা করা হয়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর