thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

মুক্তিযোদ্ধা হওয়ায় ‘লঘু দণ্ড’

২০১৪ জুন ১৭ ২০:৩৫:১৫
মুক্তিযোদ্ধা হওয়ায় ‘লঘু দণ্ড’

চট্টগ্রাম অফিস : সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের হওয়া মামলায় কাস্টমস কর্মকর্তা আইয়ূব রানাকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তবে তিনি মুক্তিযোদ্ধা হওয়ায় হাইকোর্টে আপিলের শর্তে জামিন দেওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এসএম আতাউর রহমান মঙ্গলবার এ আদেশ দেন।

দুদকের বিশেষ পিপি অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কাস্টমস কর্মকর্তা আইয়ূব রানার বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। তাই বিচারক দুদক আইনের ২৬(২) ধারায় রানাকে ৬ মাসের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি মুক্তিযোদ্ধা হওয়ায় আদালত তাকে ‘লঘু দণ্ড’ দিয়েছেন। আদালত তাকে হাইকোর্টে আপিলের শর্তে জামিনও দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এমএআর/আরকে/জুন ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর