thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ আগস্ট 25, ১৭ শ্রাবণ ১৪৩২,  ৬ সফর 1447

ইন্টারের ড্র, মিলানের জয়

২০১৩ অক্টোবর ২১ ১২:৫১:৪৩
ইন্টারের ড্র, মিলানের জয়
দিরিপোর্ট২৪ ডেস্ক : ইতালির সিরি ‘আ’তে ইন্টার মিলান পয়েন্ট ভাগাভাগি করলেও জয় পেয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান।

স্তাদিও অলিম্পিকোতে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যে দশজনের দলে পরিণত হয় ইন্টার মিলান। প্রতিপক্ষের খেলোয়াড়কে বাধা দেওয়ায় লালকার্ড দেখে মাঠ ছাড়েন গোলরক্ষক হানদানোভিচ।

সুযোগ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিক তোরিনো। ২১ মিনিটে ইন্টারের জালে বল পাঠায় তারা। তবে দশজনের দল নিয়েও ছন্দপতন হয়নি সফরকারীদের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+১ মি.) সমতায় ফেরে ইন্টার। গোল করেন গায়ারিন।

দ্বিতীয়ার্ধে আধিপত্য বিস্তার করে খেলে ইন্টার। এই অর্ধে তোরিনোর জালে দুইবার বল পাঠায় সফরকারীরা। তারপরও শেষ রক্ষা হয়নি। খেলার একেবারে অন্তিম মুহূর্তে ইন্টারের জালে বল পাঠিয়ে পয়েন্টে ভাগ বসায় তোরিনো।

৫৩ মিনিটে ব্যবধান কমায় স্বাগতিকরা। আর ৯০ মিনিটে বেলোমোর গোলে ইন্টারের সঙ্গে ড্র করতে সমর্থ হয় দলটি।

এদিকে উদিনেসের বিপক্ষে জয় পেয়েছে মিলান। তারা ১-০ গোলে হারিয়েছে উদিনেসকে। আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রোমা। সমান ম্যাচে ইন্টারের ১৫ (পঞ্চম) ও মিলানের সংগ্রহ ১১ (অষ্টম)।

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর