thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চাঁদপুরে রেললাইনে আগুন-ভাঙচুর, আটক ৮

২০১৩ নভেম্বর ২৮ ১৪:৩৪:১৩
চাঁদপুরে রেললাইনে আগুন-ভাঙচুর, আটক ৮

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর-লাকসাম রেললাইনে আবারো আগুন দিয়েছে অবরোধকারীরা। অবরোধের তৃতীয় দিন বৃহস্পতিবার সকালে শহরের রেলস্টেশন এলাকার পাশে ব্রিজের পাটাতনের কিছু অংশ পুড়ে যায়। জেলার বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দেবপুর বাজারে ছাত্রলীগ নেতা মহসীনকে পিটিয়ে আহত করেছে বিএনপি-জামায়াতকর্মীরা। ওই সময় ছাত্রলীগ নেতার মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে অবরোধকারীরা।

হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে গাছ কেটে সড়ক অবরোধ অব্যাহত রেখেছে বিএনপিকর্মীরা। বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলনের নেতৃত্ব টানা অবরোধে সহিংসতায় বাকিলা বাজার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়া হাজীগঞ্জ বাজারে উপজেলা ও শহর বিএনপির নেতারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে। ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কে গাছের গুঁড়ি ফেলে রেখেছে অবরোধকারীরা।

জেলার বিভিন্ন স্থান থেকে আটজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সুপার আমির জাফর নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমবি/এএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর