thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বগুড়ায় অস্ত্র, ককটেলসহ যুবদল নেতা গ্রেফতার

২০১৩ নভেম্বর ২৮ ১৫:১৭:৫০
বগুড়ায় অস্ত্র, ককটেলসহ যুবদল নেতা গ্রেফতার

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় রেললাইন খোলার সরঞ্জাম, ককটেল, দেশি অস্ত্রসহ শহর যুবদল সভাপতি ও বগুড়া পৌরসভার ১৫নং কাউন্সিলর মাসুদ রানা মাসুদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে শহরের মালতিনগরের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদ রানার মালতিনগরের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে রেললাইন খোলার হুইল রেঞ্জ, ৪০ ককটেল, ২ রামদা, ২ চাপাতি ও ককটেল তৈরির সরঞ্জামসহ মাসুদ রানাকে গ্রেফতার করা হয়েছে।

সদর থানার ওসি আবু হায়দার মো. ফায়জুর রহমান বলেন, যুবদল নেতা ও কাউন্সিলর মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি মালতিনগর ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

(দ্য রিপোর্ট/এএইচ/এএস/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর