thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

২০১৪ জুন ১৮ ২১:৪০:০২
চট্টগ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায়, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

চট্টগ্রাম অফিস : বিদ্যুতের বকেয়া আদায় এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বন্দর, হালিশহর ও ইপিজেড এলাকায় অভিযান চালানো হয়েছে।

এ সময় তিন বিল খেলাপির কাছ থেকে ২ লাখ ১২ হাজার টাকা বকেয়া আদায় এবং কয়েকটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে মালামাল জব্দ করা হয়েছে।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শাখাওয়াত হোসেন এবং পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিউমুরিং অফিসের আওতাধীন বন্দর, হালিশহর ও ইপিজেড এলাকায় ‘বিদ্যুৎ আইন-১৯১০’ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বন্দর থানার নিউমুরিং এলাকার রোজি নামক গ্রাহকের কাছ থেকে ৫২ হাজার টাকা বকেয়া বিল আদায় করা হয়। এ ছাড়া ইছহাক মিস্ত্রির হাট এলাকার ক্যাফে সুরুচি ও হোটেল আল ফাহিমের মালিক মনজুরুল আলমের কাছ থেকে ৬০ হাজার টাকা এবং বদিউল আলমের কাছ থেকে ১ লাখ টাকা আদায় করা হয়েছে।

এ ছাড়া অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের কারণে বন্দরের নিশ্চিন্তপুরে মৃত আবদুস সালামের ছেলে পাপ্পুর বাড়িতে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগে বিচ্ছিন্ন করাসহ ব্যবহৃত বৈদ্যুতিক তার, মিটার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি জব্দ করা হয়। এ ছাড়াও বিক্রয় ও বিতরণ বিভাগ নিউমুরিং ভিভিশনের আওতাধীন বন্দর, হালিশহর ও ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ১০০ গজ বৈদ্যুতিক তার, ৩টি মিটার এবং ব্যাটারিচালিত অটোরিক্সার ২০টি চার্জারও জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিল খেলাপি ও অবৈধ সংযোগকারীরা পালিয়ে যান বলে জানান ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/আরকে/জুন ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর