thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৩

২০১৪ জুন ১৯ ২১:২১:৫২
চট্টগ্রামে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ৩

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম নগরীর খুলশী থানার পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে গাঁজা ও ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‘লর্ডস ইন’ আবাসিক হোটেলের সামনে থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটকেরা হলেন- খুলশী থানার বায়েজিদ বোস্তামী রোডের টেকনিক্যাল এলাকার লেদু সেক্রেটারি বাড়ির ছালেহ আহমদের ছেলে কামাল উদ্দিন ওরফে লিটন (৩৪), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মতিয়াতল এলাকার হোনাছ মিয়ার ছেলে ফারুক (২২) ও পাঁচলাইশ থানার ষোলশহর দুই নম্বর গেইট এলাকার কসমোপলিটন রোডের রাবার কোম্পানি বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে আমির হোসেন ওরফে খুকু (২৯)।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-ডিবি) বাবুল আক্তার দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুমের নেতৃত্বে পূর্ব নাসিরাবাদ লর্ডস ইন আবাসিক হোটেল এলাকায় অভিযান চালায়। হোটেলের সামনে পার্ক করা একটি প্রাইভেটকারে (ঢাকা মেটো ট-০৩-৬১০৮) তল্লাশি চালানো হয়। এ সময় ওই গাড়ির ভেতর একটি কাপড়ের ব্যাগ থেকে দুই কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ফারুক জানায়, লিটনের নির্দেশে গাঁজা ও ফেনসিডিল কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নিয়ে এসে লর্ডস ইনের সামনে বুঝিয়ে দিত। এ জন্য তাকে দেড় হাজার টাকা দেওয়া হত।

আটকদের বিরুদ্ধে খুলশী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে এডিসি (ডিবি) বাবুল আক্তার জানান।

(দ্য রিপোর্ট/এআই/ইইউ/এমডি/জুন ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর