thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুইজনের মৃত্যু

২০১৪ জুন ২০ ১৬:৩৯:১২
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুইজনের মৃত্যু

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বায়েজিদ ও পটিয়ার কেলিশহর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মফিজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ১১টার দিকে পটিয়া উপজেলার কেলিশহর সাধন মার্কেটের জেনারেটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মো. নজরুল ইসলাম (২০)। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে বায়েজিদ থানার রৌফাবাদ এলাকায় একটি মাঠের পাশে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবু সিদ্দিক (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মাঠের পাশে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আবু সিদ্দিক। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এমডি/আরকে/জুন ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর