thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাংহাই মাস্টার্স শিরোপা জকোভিচের

২০১৩ অক্টোবর ২১ ১৩:৪০:৩৮
সাংহাই মাস্টার্স শিরোপা জকোভিচের
দিরিপোর্ট২৪ ডেস্ক : সাংহাই মাস্টার্সের শিরোপা জিতেছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা নোভাক জকোভিচ। টুর্নামেন্টের ফাইনালে এই সার্বিয়ান তারকা হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোর্তোকে।

এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিয়ে জকোভিচ চলতি বছর এটিপি ট্যুরের পাঁচটি শিরোপাই নিজের করে নিয়েছেন। আর সব মিলে ক্যারিয়ারে ৩৯টি একক শিরোপা জিতেছেন সাবেক এই বিশ্বসেরা।

কোর্টের যুদ্ধে জকোভিচের সঙ্গে সমানে সমানে লড়েছেন পোর্তো। প্রথম সেটে ৬-১ গেমে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান এই আর্জেন্টাইন। জেতেন ৬-৩ গেমে। তবে তৃতীয় ও শেষ সেটে আর পেরে উঠেননি তিনি। তাকে ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে শিরোপা জেতেন জকোভিচ।

(দিরিপোর্ট২৪/সিজি/জেএম/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর