thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

২০১৪ জুন ২০ ২২:০৬:১২
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান উল্টে অলক বড়ুয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। পৃথক আরেকটি ঘটনায় ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও ৪ জন আহত হয়েছেন। শুক্রবার সীতাকুণ্ডের পন্থিছিলা এবং নুনাছড়া এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন উভয় দুর্ঘটনার সত্যতা দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অলক বড়ুয়া পন্থিছিলা মহাজন বাড়ির বাসিন্দা। প্রবল বৃষ্টি ও রাস্তা খারাপের কারণে শুক্রবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এরই মধ্যে একটু ফাঁক পেলেই এলোপাথাড়ি ছুটতে থাকে যানবাহন। এ রকম ছুটতে গিয়ে শুক্রবার বিকেল ৫টার দিকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৯৩০১) সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকায় রাস্তার পাশে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে গরু নিয়ে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ অলক বড়ুয়া কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এদিকে এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে সীতাকুণ্ড পৌরসভার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় বাহনের চালক ও হেলপার আহত হয়। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি তিনি।

(দ্য রিপোর্ট/এমএইচ-কেএইচ/এমএইচও/এমডি/এনআই/জুন ২০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর