thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

সড়কে মাছ শিকার!

২০১৪ জুন ২১ ১৯:১২:৫৭
সড়কে মাছ শিকার!

চট্টগ্রাম অফিস : কয়েকদিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর রাস্তা-ঘাট-বসতি প্লাবিত। আবার কোথাও বুক পর্যন্ত পানি উঠেছে। বৃষ্টির পানিতে নগরীর ব্যস্ত সড়কগুলোর বৃষ্টির পানিতে কোথাও মিলছে পুকুরের মাছ!

শনিবার বিকেলে পর্যন্ত বন্দর নগরীর বিভিন্ন এলাকা ঘুরে জলাবদ্ধতার প্রকট চিত্র দেখা গেছে। সকালে প্রবল বর্ষণে নগরীর সাগরিকা থেকে বড়পোল পর্যন্ত পোর্ট কানেকটিং রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এই এলাকার নয়াবাজারে কয়েকজনকে জাল নিয়ে সড়কের উপর মাছ শিকার করতে দেখা গেছে। মাছও ধরা পড়ছে জালে! বেলা ১১টার দিকে একজনের জালে প্রায় দেড় কেজি ওজনের রুই মাছ ধরা পড়তে দেখা গেছে। স্থানীয়রা জানান, যথাযথভাবে পানি নিষ্কাশন না হওয়ায় বৃষ্টির পানিতে নগরীর আশপাশের বেশ কয়েকটি পুকুরের পানি ভেসে গেছে। এতে পুকুরের মাছ সড়কের জমে থাকা পানিতে চলে এসেছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবারও আগের দিনের বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা নূর মোহাম্মদ জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত ২৪০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সকাল ৬টা থেকে পরবর্তী তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬৭ দশমিক ৪ মিলিমিটার। ১৫ ঘণ্টায় চট্টগ্রামে বৃষ্টি হয়েছে ৩০৮ দশমিক ২ মিলিমিটার!

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আবদুল হামিদ বলেন, ‘মৌসুমী বায়ুর প্রভাব ও বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি থাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ কিংবা অতি ভারি বর্ষণ আরও ২/১ দিন অব্যাহত থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাখা হয়েছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/ইআই/এমসি/এনআই/জুন ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর