thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে চোরাই মোবাইল ফোনসহ আটক ৩

২০১৪ জুন ২১ ২১:০৯:৪৪
চট্টগ্রামে চোরাই মোবাইল ফোনসহ আটক ৩

চট্টগ্রাম অফিস : চোরাই মোবাইল ফোনসহ চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকা থেকে তিন যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলো- হারুন (২৪), সাগর (২১) ও জিয়াউর রহমান ওরফে জিন্নাহ (২১)। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) বাবুল আক্তার জানান, শুক্রবার রাতে নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তিন যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সকল মোবাইল ফোন লক্ষ্মীপুর থেকে কয়েক দিন আগে চুরি করে নগরীতে বিক্রির চেষ্টা করা হচ্ছিল।

বাবুল আক্তার আরও জানান, আটকরা তিন যুবক মিয়ানমারের নাগরিক। গত ২০ বছর ধরে এরা কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে। সেখান থেকে মাঝে মাঝে গোপনে বের হয়ে বিভিন্ন এলাকায় চুরি করে থাকে বলে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলার পর পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানান এডিসি বাবুল আক্তার।

(দ্য রিপোর্ট/ইআইএম/এমসি/সা/জুন ২১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর