thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ফেনীতে রেলস্টেশন প্যানেল বোর্ডে আগুন

২০১৩ নভেম্বর ২৯ ০২:৩৩:৫৪
ফেনীতে রেলস্টেশন প্যানেল বোর্ডে আগুন

ফেনী সংবাদদাতা : ফেনীর ফাজিলপুর রেলস্টেশন প্যানেল বোর্ডে আগুন দিয়ে চাবি নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ফেনী রেলস্টেশন সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের সময় ফাজিলপুর রেলস্টেশন মাস্টারের রুমে ৮/১০ জনের দুস্কৃতিকারী দল প্রবেশ করে রেলস্টেশন প্যানেল বোর্ডের চাবি খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা রেলস্টেশন প্যানেল বোর্ডে আগুন দিয়ে চাবি নিয়ে চলে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর ফাজিলপুর রেলস্টেশন মাস্টার রাখাল চন্দ্র নাথ বিষয়টি ফেনী রেলস্টেশন মাস্টারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানান।

ফাজিলপুর রেলস্টেশন মাস্টার রাখাল চন্দ্র নাথের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি।

ফেনী রেলস্টেশন মাস্টার মাহবুবুর রহমান জানান, ফাজিলপুর রেলস্টেশনে দুর্বৃত্তরা রেলস্টেশন প্যানেল বোর্ডে আগুন দিয়ে চাবি নিয়ে চলে গেলেও চট্টগ্রাম চিনকি আস্তানা স্টেশনের সাথে যোগাযোগ করে এই লাইনে ট্রেন চলাচল করছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/জেএম/নভেম্বর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর