thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

মেহেরপুরে ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ২৪ ১২:২০:০০
মেহেরপুরে ককটেল বিস্ফোরণ

মেহেরপুর সংবাদদাতা : ১৮ দলের ৮৩ ঘণ্টা অবরোধের শেষদিন সদর উপজেলার রাজনগর এলাকায় ঝটিকা মিছিল করে জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘোড়ামারা ব্রিজ এলাকায় মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় জামায়াত-শিবিরকর্মীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ককটেল বিস্ফোরণের বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেন।

এদিকে অবরোধের কারণে আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে ছোট ছোট যানবাহন চলাচল করছে। গুরুত্বপূর্ণ স্থান ও সড়কগুলোতে সতর্ক টহলে রয়েছে র‌্যাব ও বিজিবি সদস্যরা।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/শাহ/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর