thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বিজিবি মোতায়েন

২০১৪ জুন ২৩ ২৩:৫৮:৫৪
চট্টগ্রামে বিজিবি মোতায়েন

চট্টগ্রাম অফিস : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে চট্টগ্রাম নগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার রাত ৮টা থেকে নগরীর স্পর্শকাতর পয়েন্টে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দুই প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টা থেকে জেলার সীতাকুণ্ড, ফটিকছড়ি, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর সাব্বির জানান, নগরীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাত ৮টা থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে বলে জানান তিনি। বিজিবি সদস্যরা ভাগ হয়ে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহল দিচ্ছেন বলেও জানান তিনি।

এদিকে, নাশকতা ঠেকাতে জেলার ৫টি উপজেলায়ও মঙ্গলবার ভোর থেকে বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।

তিনি জানান, মহাসড়কগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সব উপজেলায় যাতে দ্রুত বিজিবি সদস্যদের পাঠানো যায় সে ব্যাপারেও প্রস্তুত থাকার অনুরোধ করা হয়েছে।

এদিকে, নাশকতা মোকাবেলায় নগরী এবং জেলায় পুলিশের পক্ষ থেকেও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানান, রাতে বিভিন্ন থানার পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোর থেকে আরও দুই হাজার অতিরিক্ত পুলিশ নগরীর বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হবে।

উল্লেখ্য, মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় মঙ্গলবার ঘোষণা করবে ট্রাইব্যুনাল। রায় ঘোষণার সময় নির্ধারণের পর থেকেই নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

(দ্য রিপোর্ট/এমআই/ইইউ/এএল/জুন ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর