thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

দু-তিন দিনের মধ্যে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত : ইসি

২০১৩ অক্টোবর ২১ ১৬:০৫:২৪ ০০০০ 00 ০০ ০০:০০:০০
দু-তিন দিনের মধ্যে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত : ইসি
দিরিপোর্ট২৪প্রতিবেদক : আগামী দু-তিন দিনের মধ্যে নির্বাচনী আচরণবিধির খসড়া চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার দুপুরে ইসি কার্যালয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবু হাফিজ।

তিনি জানান, চূড়ান্ত খসড়ার বিষয়ে মতামত নিতে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। পাশাপাশি সুশীলসমাজ ও সাধারণমানুষের মতামত নিতে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ও দেওয়া হবে।

নির্বাচন কমিশনার জানান, সংসদ রেখে অথবা সংসদ ভেঙ্গে দুইব্যবস্থাতেই আচরণ বিধি তৈরি করা হয়েছে। সংসদ রেখে নির্বাচন হলে সংসদসদস্যরা যে সুযোগ পাবেন প্রতিপক্ষপ্রার্থী ও সেই সুযোগ পাবে। এ বিষয়ে ও নজর রাখা হচ্ছে।

সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রেখে আচরণবিধি করা হচ্ছে বলেও জানান তিনি।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএইচ/ এমডি/অক্টোবর২১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর