thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সাবেক এমপি সুলতানুল কবিরের ইন্তেকাল

২০১৪ জুন ৩০ ১৩:২৩:৩৫
সাবেক এমপি সুলতানুল কবিরের ইন্তেকাল

চট্টগ্রাম অফিস : মুক্তিযোদ্ধা, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সুলতানুল কবির চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকায় নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

মোছলেম উদ্দিন জানান, সুলতানুল কবির দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার বাইপাস সার্জারিও হয়েছে।

সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা সুলতানুল কবির চৌধুরী চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও তিনি একাধিকবার দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।। ১৯৯১ সালে তিনি বাঁশখালী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার মৃতদেহ চট্টগ্রামে আনা হচ্ছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এএস/এজেড/জুন ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর