thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

বগুড়ায় অবরোধকারীদের ধাওয়ায় বাসযাত্রীসহ নিহত ২

২০১৩ নভেম্বর ৩০ ১৫:৪৯:৪৩
বগুড়ায় অবরোধকারীদের ধাওয়ায় বাসযাত্রীসহ নিহত ২

বগুড়া সংবাদদাতা : বগুড়ার মোকামতলায় শনিবার অবরোধকারীদের ধাওয়ায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে এক যাত্রী ও একই বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী মারা গেছেন। নিহত পথচারী সিরাজ উদ্দীন ( ৫৫) শিবগঞ্জের খালিসপুর এলাকার বাসিন্দা। বাসযাত্রীর পরিচয় জানা যায়নি।

মোকামতলা পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) সানোয়ার জানান, অবরোধের কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় শেরপুর থেকে বগুড়া শহর হয়ে গাড়িগুলো মোকামতলা দিকে আসছিল। বিকেল সাড়ে ৩টার দিকে মোকামতলা বাজারের আগে চকিরঘাট নামকস্থানে অবরোধকারীরা যাত্রীবাহী বাসে ইট-পাটকেল নিক্ষেপ করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে বাসের ছাদে থাকা এক যাত্রী পড়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় একই বাসের চাকায় পিষ্ট হয়ে সিরাজ উদ্দীন (৫৫) নামের এক পথচারী মারা যান। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/এএইচ/এনডিএস/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর