thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে নারীর মৃতদেহ উদ্ধার

২০১৪ জুলাই ০২ ১৫:১১:২৬
চট্টগ্রামে নারীর মৃতদেহ উদ্ধার

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের আইসফ্যাক্টরি রোড থেকে ব্যাগভর্তি অজ্ঞাতপরিচয় এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মহিউদ্দিন জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে আইসফ্যাক্টরি রোডে কলেজিয়েট স্কুলের দক্ষিণ-পশ্চিম কোণায় নেওয়াজ হোটেলের নিচে রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি জানান, বিশ্বকাপে আর্জেন্টিনার বিজয়ের পর রাতে আইসফ্যাক্টরি রোড এলাকায় স্থানীয়রা মিছিল বের করে। মিছিলের লোকজন রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে আছে এবং ব্যাগের ভেতরে একটি হাত দেখা যাচ্ছে বলে থানায় খবর দেয়।

খবর পেয়ে সদরঘাট থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/এমসি/আরকে/জুলাই ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর