thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

জি সিরিজ-অগ্নিবীণার ঈদ আয়োজন

২০১৪ জুলাই ০২ ১৫:৫৮:০৫
জি সিরিজ-অগ্নিবীণার ঈদ আয়োজন

আদিত্য রুপু, দ্য রিপোর্ট : ঈদকে সামনে রেখে ব্যস্ত হয়ে উঠেছে দেশের অডিও অঙ্গন। প্রতিবারের মতো এবারের ঈদ আয়োজনেও অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সাজিয়েছে বর্ণাঢ্য পসরা। অডিও ব্যবসা সাধারণত মৌসুমকেন্দ্রিক। বিশেষ করে বিভিন্ন উৎসব ও দিবসে রমরমা ব্যবসা হয় বলেই এ সময়গুলোতে সব রকমের শ্রোতার কথা মাথায় রাখেন প্রযোজকরা।

নানা কারণে এখন পর্যন্ত ঈদ উৎসবকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় দেশের অডিও অঙ্গনে। এবারের ঈদে এরইমধ্যে নিজেদের প্রকাশিত ও প্রকাশিতব্য তালিকা চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশের উল্লেখযোগ্য অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের একটি জি-সিরিজ। প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী নাজমুল হক ভূঁইয়া। তিনি জানিয়েছেন, এবারের ঈদে জি সিরিজ ও এর অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রায় ২৫টি অ্যালবাম প্রকাশিত বাজারে আসবে। এবারের ঈদে জি সিরিজ ও অগ্নিবীণার চূড়ান্ত অ্যালবামগুলোর খোঁজ-খবর নিয়ে আমাদের আয়োজন।

রবীন্দ্রসংগীত

এবারের ঈদে রবীন্দ্রসংগীতের ৬টি অ্যালবাম প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। অ্যালবামগুলো হলো- সৌরভ দাসের ‘একি লাবণ্যে’, তমা ‘খুঁজে বেড়াই’, শিমুল জামানের ‘ত্রিয়- টু ট্যাগর উইথ লাভ’, জলি রহমানের ‘তুমি খুশি থাকো’ ও ‘কেনো যে মন ভোলে’ এবং সত্যম দেবনাথের ‘সে কথা সুরে সুরে’।

ব্যান্ড, রক, মেটাল

ব্যান্ড, রক, মেটালধর্মী অ্যালবামেরও একটা ভাল প্রকাশনা দাঁড়িয়েছে জি সিরিজ ও অগ্নিবীণার। এবারের ঈদে তারা বেশ কিছু ব্যান্ড মিক্সড প্রকাশ করছেন। এগুলো হলো ‘আর্তনাদ’ ব্যান্ড মিক্সড বাই তমাল, ‘স্বপ্নচূড়া-৪’ ব্যান্ড মিক্সড বাই টনি, ‘দ্য প্রোফাইল’ ব্যান্ড মিক্সড বাই নাদিম এবং ‘রক ৮০৮ এন্ড ৯০৯’ ব্যান্ড মিক্সড বাই জুয়েল। এ ছাড়াও আছে ব্যান্ডের একক অ্যালবাম। এগুলো হলো প্রলয়ের ‘অজানা পথ’ ও বর্ণহীনের ‘সম্ভাবনার দিন’। এ ছাড়াও এই ঈদে একই ব্যানার থেকে বাজারে আসবে ব্যান্ডদল ‘আর্টসেল’ ও ‘ব্ল্যাক’ এর একক অ্যালবাম।

আধুনিক, পপ, মেলোডি

আধুনিক, পপ ও মেলোডি নির্ভর বেশকিছু অ্যালবাম বাজারে ছাড়ছে জি সিরিজ ও অগ্নিবীণা। অ্যালবামগুলোতে প্রাধান্য পেয়েছে ফোকধর্মী গানও। এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া অ্যালবামগুলো হলো- এফ এ সুমনের ‘জাদু রে’, আনিতার ‘আনিতা-টু’, কিশোর পলাশের ‘ভবের বাড়ি’, লুৎফর হাসানের ‘জোনাকিরা’, শিপু চাকলাদারের ‘একটু দেখা’ এবং মিনহাজের ‘মেঘের খামে’। এ ছাড়াও আছে বিভিন্ন শিল্পীর গান নিয়ে মিক্সড অ্যালবাম ‘পিয়াসী মন’।

চলচ্চিত্র

জি সিরিজ-অগ্নিবীণার আয়োজনে আছে চলচ্চিত্রের গানও। ঈদে থাকছে দুটি চলচ্চিত্রের গানের অ্যালবাম। এর একটি ‘আমরা করবো জয়’। অন্য চলচ্চিত্রের অডিও অ্যালবামের নাম ‘দাহস্থান’। ঈদের আগে চলচ্চিত্রের অডিও অ্যালবামের সংখ্যা বাড়তে পারে।

গজল

ঈদে দুটি গজলের অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে জি-সিরিজ ও অগ্নিবীণার ব্যানারে। এমনিতেই বিচিত্র বিষয়ের অ্যালবাম প্রকাশে সুনাম আছে প্রতিষ্ঠানটির। এবার দুটি গজলের অ্যালবামই শিল্পী মাজহারুল ইসলামের। এর একটি ‘এই রাত এমন মধুর’। অপরটির নাম ‘আজনবী’।

অন্যান্য

ঈদের অনন্য চমক হিসেবে যে কাজটি জি সিরিজ-অগ্নিবীণা শ্রোতাদের সামনে হাজির করতে যাচ্ছেন, সেটি সত্যিকারার্থেই প্রশংসার দাবিদার। সংগীতজ্ঞ আপেল মাহমুদের গান নিয়ে ‘দ্য লিজেন্ড’ শিরোনামে ৪টি অ্যালবাম একত্রে প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। আপেল মাহমুদের এই অ্যালবামগুলোকে সংগীতের সুন্দর সংযোজন হিসেবেই দেখছেন সবাই।

জি সিরিজ-অগ্নিবীণার উল্লেখিত তালিকার বেশিরভাগ অ্যালবাম এরই মধ্যে প্রকাশিত হয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজনা সূত্র। বাকি অ্যালবামের কাজ চলছে জোরেসোরে। শিগগিরই সেগুলোও বাজারে চলে আসবে বলে জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

(দ্য রিপোর্ট/এআর/একে/আরকে/জুলাই ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর