thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রিজভীর রিমান্ড শুনানি ৪ ডিসেম্বর

২০১৩ নভেম্বর ৩০ ১৬:৪৬:২৫
রিজভীর রিমান্ড শুনানি ৪ ডিসেম্বর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের রিমান্ড এবং জামিন শুনানির জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মহানগর হাকিম এসএম আশিকুর রহমানের আদালতে শনিবার হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন শাহবাগ থানার তদন্তকারী কর্মকর্তা এমএ জলিল।

শাহবাগ থানায় গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় রিজভীর রিমান্ড চাওয়া হয়।

এদিকে রুহুল কবির রিজভীর আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে মামলার প্রয়োজনীয় কেস ডকেট (সিডি) না থাকায় আদালত রিমান্ড ও জামিন শুনানির জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করেন।

এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন শিহাব উদ্দিন ও মতিউর রহমান।

(এএইচ/এনডিএস/নভেম্বর ৩০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর