thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পাবনায় এমপি ডিলুর গাড়িবহরে হামলা

২০১৩ নভেম্বর ৩০ ১৭:৩৯:৩৬
পাবনায় এমপি ডিলুর গাড়িবহরে হামলা

পাবনা সংবাদদাতা : লালপুর উপজেলার দাইরপাড়ায় শনিবার দুপুরে পাবনা-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরিফ ডিলুর গাড়িবহরে হামলা করেছে অবরোধকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের মনোনয়নপ্রাপ্ত শামসুর রহমান শরিফ ডিলু গাড়িবহর নিয়ে ঢাকা থেকে তার নিজ এলাকায় যাচ্ছিলেন। পথিমথ্যে নাটোর-পাবনা মহাসড়কের দিয়ারপাড়া এলাকায় পৌঁছালে অবরোধকারীরা তার গাড়িবহরে হামলা করে। তারা ইটপাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় অবরোধকারীদের ধাওয়া খেয়ে পুলিশ পিছু হটে। পরে অবশ্য পুলিশ পাহারায় এমপি ওই এলাকা ত্যাগ করেন।

এ বিষয়ে শামসুর রহমান শরিফ ডিলু সাংবাদিকদের বলেন, ‘২০ থেকে ২৫ জন অবরোধকারী আমার গাড়ির সামনে ককটেল ফাটিয়ে পালিয়ে যায়।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, এমপির গাড়িতে হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।

(দ্য রিপোর্ট/আইজেকে/এমডি/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর