thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রবিবার রংপুরে সকাল সন্ধ্যা হরতাল

২০১৩ নভেম্বর ৩০ ১৮:২১:০২
রবিবার রংপুরে সকাল সন্ধ্যা হরতাল

রংপুর সংবাদদাতা : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর গ্রেফতারের প্রতিবাদে রংপুরে রবিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। বিকেলে নগরীর গ্র্যান্ডহোটেল মোড়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোজাফফর হোসেন, যুগ্ন-আহবায়ক শহীদুল ইসলাম মিজু, সামছুজ্জামান সামু, ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম প্রমুখ।

এদিকে অবরোধ চলাকালে নগরীর মডার্ন মোড় এলাকা থেকে শিবির সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, লেবু, দেলোয়ার হোসেন এবং আসাদুজ্জামান।

এ বিষয়ে রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ূন করীর বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল অবরোধ চলাকালে শিবির নাশকতা করতে পারে। তাই সন্দেহবশত তাদের আটক করা হয়েছে। নিরাপরাধী হলে ছেড়ে দেওয়া হবে।’

(দ্য রিপোর্ট/আইজেকে/এমডি/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর