thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সীতাকুণ্ডে দুই শিপ ব্রেকিং ইয়ার্ডে সংঘর্ষে আহত ২০

২০১৪ জুলাই ০৪ ০২:৫২:৪৯
সীতাকুণ্ডে দুই শিপ ব্রেকিং ইয়ার্ডে সংঘর্ষে আহত ২০

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বারোআউলিয়াস্থ আলী শিপ ব্রেকিং ইয়ার্ড ও এম এ শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আলী শিপ ব্রেকিং ইয়ার্ডের চার শ্রমিক নুরুল আলম, এবাদুর রহমান, দিদারুল আলম ও নুর ইসলাম গুরুতর আহত হওয়ায় তাদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, দুপুর ২টার দিকে বারোআউলিয়াস্থ সাগর উপকূলে অবস্থিত দুটি শিপ ইয়ার্ডের সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে দুইপক্ষের বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

আলী শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক ফরিদুল ইসলাম বলেন, এম এ শিপ ব্রের্কি ইয়ার্ডের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তার শ্রমিকদের ব্যাপক মারধর করে। হামলা করার সময় দখলে নেওয়া জায়গায় রাখা কয়েক টন পরিমাপ স্ক্র্যাপ লোহা লুট করে নিয়ে যায় তারা, যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

অপরদিকে এম এ শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক আনোয়ার হোসেন বলেন, স্কেবেটরে ইয়ার্ডের ব্যক্তিগত জায়গায় মাটি কাটার সময় আলী শিপ ব্রেকিং ইয়ার্ডের লোকজন এসে হামলা চালায়। এ সময় কাজে ব্যবহৃত স্কেবটরটি হামলাকারীরা নিয়ে যায়। এ ঘটনায় বারোআউলিয়া এলাকার এই দুই শিপ ব্রেকিং ইয়ার্ডের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সীমানা বিরোধ নিয়ে দুই শিপ ব্রেকিং ইয়ার্ডের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/এজেড/জুলাই ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর