thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে প্রকাশ্যে নির্বাচন কর্মকর্তা অপহরণ!

২০১৪ জুলাই ০৪ ০৩:৩৩:৫১
চট্টগ্রামে প্রকাশ্যে নির্বাচন কর্মকর্তা অপহরণ!

চট্টগ্রাম অফিস : জেলা নির্বাচন অফিসের আনোয়ার নামে এক কর্মকর্তাকে বৃহস্পতিবার বিকেলে প্রকাশ্যে অপহরণ করা হয়েছে। মেয়ের পরিচয়পত্র না পাওয়ায় পটিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার কামাল উদ্দিন এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে।

প্রকাশ্যে নজিরবিহীন এ ঘটনার পর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, ‘একজন মুক্তিযোদ্ধাকে অপমান করার প্রতিবাদে এক কর্মচারীকে অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনেছি। আমরা ফোর্স পাঠিয়েছিলাম। কিন্তু জেলা নির্বাচন কর্মকর্তা ঘটনা অস্বীকার করে পুলিশের প্রয়োজন নেই দাবি করায় তারা ফিরে এসেছে।’

কর্মচারীরা বলেন, আনোয়ারকে চট্ট মেট্রো-থ-১১৬৪১৭ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যাওয়া হয়।

জেলা নির্বাচন অফিসার খোরশেদ আলম বলেন, কথাকাটাকাটির জের ধরে কয়েকজন যুবক আনোয়ারকে টেনেহিঁচড়ে অপহরণ করে নিয়ে গেছে। অফিস চলাকালীন বিকেল ৩টার দিকে সবার সামনে একজনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ায় কার্যালয়ের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন বলেন, ‘আমার মেয়ের পরিচয়পত্র না পাওয়ায় একজন কর্মকর্তার সঙ্গে কথাকাটাকাটি হয়েছে। কিন্তু কাউকে তুলে নেওয়ার বিষয়ে আমি কিছু জানি না।’

(দ্য রিপোর্ট/কেএইচএস/এপি/এজেড/জুলাই ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর