thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ব্রিজের আগুন নিয়ন্ত্রণে : রেল যোগাযোগ বিছিন্ন

২০১৩ নভেম্বর ৩০ ১৯:৪৬:১০
ব্রিজের আগুন নিয়ন্ত্রণে : রেল যোগাযোগ বিছিন্ন

চট্টগ্রাম সংবাদদাতা : সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেল ব্রিজের আগুন নিয়ন্ত্রণে আসলেও রেল যোগাযোগ এখনও বিছিন্ন রয়েছে।

রেল ব্রিজে শনিবার সন্ধ্যায় আগুন দেয় দুর্বৃত্তরা। এর আধাঘণ্টার মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।এতে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।

সীতাকুণ্ড থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, সন্ধ্যা সাতটার দিকে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে রেল ব্রিজে আগুন লাগিয়ে দেয়। আধাঘণ্টার মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।

চট্টগ্রাম রেলের স্টেশন মাস্টার শামসুল আলম জানান, রেল ব্রিজে আগুনের কারণে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিছিন্ন রয়েছে।

তিনি আরও জানান, আগুনের ঘটনার পর চট্টগ্রামমুখী মেঘলা এক্সপ্রেস স্টেশনে দাঁড়ালে দুর্বৃত্তরা ট্রেনকে লক্ষ্য করে পাটকেল ছুরে। এ সময় ট্রেনের কয়েকটি বগির কাচ ভেঙে যায়। এতে আহত হন চালক আবির হাসান ।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/নভেম্বর ৩০,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর