thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সাতকানিয়ায় পিকেটারের ধাওয়ায় পথচারী নিহত

২০১৩ নভেম্বর ৩০ ২১:৫০:৩৬
সাতকানিয়ায় পিকেটারের ধাওয়ায় পথচারী নিহত

চট্টগ্রাম সংবাদদাতা : সাতকানিয়ায় পিকেটারের ধাওয়ায় ডেম্পার ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধার মানিকের দরগাহ নামক স্থানে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতের নাম নিমাই নাথ (৪৫)। তিনি পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি গ্রামের যতিন্দ্র মোহন নাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিমাই নাথ তার ছেলেকে নিয়ে একটি ট্রলিযোগে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। ট্রলিটি কেরানীহাটের উত্তর পাশে আধার মানিকের দরগাহ নামক স্থানে পৌঁছলে পিকেটাররা ট্রলিটি আটকে দেয়। এর কিছুক্ষণের মধ্যেই আরেকটি ডেম্পার ট্রাক আসলে সেটিও ধাওয়া করে পিকেটাররা।

এ সময় ধাওয়া খেয়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের আঘাত করলে ঘটনাস্থলেই নিমাই নাথ মারা যান। তার লাশ কেরানীহাট আশশেফা হাসপাতালে রাখা ছিল।

একই সময় ঘটনাস্থলের আধা কিলোমিটারের মধ্যে খুনি বটতল এলাকায় একটি মোটরসাইকেল ও একটি ট্রলিতে আগুন দেয় পিকেটাররা।

এদিকে রাত ৯টার দিকে লোহাগাড়া থেকে চট্টগ্রামগামী একটি সিএনজি টেক্সি (চট্টমেট্টো-থ ১২-৫১৩৬) কেরানীহাটের দক্ষিণে মালেক মেম্বারের ব্রিকফিল্ড এলাকায় পিকেটারদের ভাঙচুরের কবলে পড়ে। এতে টেক্সিচালক আবুল কাসেম (৩২) গুরুতর আহত হন। তাকে কেরানীহাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএইচ/এনডিএস/নভেম্বর ৩০,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর