thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কুমিল্লায় ১৫ ককটেল বিস্ফোরণ, আটক ৩

২০১৩ নভেম্বর ৩০ ২২:৪১:০৮
কুমিল্লায় ১৫ ককটেল বিস্ফোরণ, আটক ৩

কুমিল্লা সংবাদদাতা : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন শনিবার কুমিল্লার নওয়াগাঁও চৌমুহনীতে ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

চৌমুহনী এলাকায় অবরোধকারীরা শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করেছে। তাৎক্ষণিকভাবে আটকদের নাম জানা যায়নি।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. শাখাওয়াত হোসেন দ্য রিপোর্টকে জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নওয়াগাঁও চৌমুহনীতে অবরোধকারীরা পরপর ১৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়।তবে আটকদের নাম জানা যায়নি বলে জানান তিনি।

এদিকে সাড়ে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী এলাকায় অবরোধকারীরা সিমেন্ট বোঝাই একটি ট্রাকে অগুন ধরিয়ে দেয়।

(দ্য রিপোর্ট/জেপি/এনডিএস/নভেম্বর ৩০,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর