thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

বেতন-বোনাস না দিয়ে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান

২০১৪ জুলাই ০৫ ১৮:২৮:৪১
বেতন-বোনাস না দিয়ে উত্তেজনা সৃষ্টি না করার আহ্বান

চট্টগ্রাম অফিস : ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম নগর পুলিশ।

শনিবার ঈদুল ফিতরকে সামনে রেখে বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। বৈঠকে ব্যবসায়ীদের প্রতি এমন আহ্বান জানান পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার বলেন, ‘আপনারা সময়মত শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করুন। এরপরও শ্রমিকরা উচ্ছৃঙ্খলতা করলে আমরা ব্যবস্থা নেব। কিন্তু বেতন-বোনাস না দিয়ে উত্তেজনা সৃষ্টি করলে দায় আপনাদেরও নিতে হবে।’ বৈঠকে বিজিএমইএ নেতারা শ্রমিক অসন্তোষ নিরসনে গার্মেন্টসে নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

একই সঙ্গে গার্মেন্টসের নারী শ্রমিকদের উত্ত্যক্তকারী বখাটেদের প্রতিরোধ, গার্মেন্টসের মালামাল চুরি ও নাশকতা রোধ এবং নগদ টাকা পরিবহনে পুলিশের সহায়তা কামনা করেন বিজিএমইএ নেতারা।

(দ্য রিপোর্ট/একএইচএস/এমসি/সা/জুলাই ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর