thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

প্রথম দিনের সহিংসতায় নিহত ৬

২০১৩ ডিসেম্বর ০১ ০০:৩৭:৩১
প্রথম দিনের সহিংসতায় নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন শনিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় সহিংসতায় ৬ জনের মৃত্যু হয়েছে।

সংবাদদাতাদের পাঠানো খবরে বিস্তারিত :

ঢাকা: রাজধানীর মালিবাগে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি বাসে বোমা ছোড়ে দুর্বৃত্তরা। বাসে আগুন ধরে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফুটপাথে উঠে যায়। এ সময় বাসেরচাপায় হাবিবুর রহমান (৩১) নামে এক যাত্রী নিহত হন।

এ ঘটনায় গোলাম কিবরিয়া (৪৫) ও মহিউদ্দিন নামে ২ পথচারী গুরুতর আহত হন। এছাড়া রেজাউল করিম (৪৫) ও এহসানুল (৩০) নামে ২ যাত্রী দগ্ধ হন।

চট্টগ্রাম: সাতকানিয়ায় পিকেটারের ধাওয়ায় ডেম্পার ট্রাক উল্টে এক পথচারী নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধার মানিকের দরগাহ নামক স্থানে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহতের নাম নিমাই নাথ (৪৫)। তিনি পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি গ্রামের যতিন্দ্র মোহন নাথের ছেলে।

বগুড়া : বগুড়ার মোকামতলায় শনিবার অবরোধকারীদের ধাওয়ায় যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে এক যাত্রী ও একই বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী মারা গেছেন। নিহত পথচারী সিরাজ উদ্দীন ( ৫৫) শিবগঞ্জের খালিসপুর এলাকার বাসিন্দা। বাসযাত্রীর পরিচয় জানা যায়নি।

মোকামতলা পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) সানোয়ার জানান, অবরোধের কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাহারায় শেরপুর থেকে বগুড়া শহর হয়ে গাড়িগুলো মোকামতলা দিকে আসছিল। বিকেল সাড়ে ৩টার দিকে মোকামতলা বাজারের আগে চকিরঘাট নামকস্থানে অবরোধকারীরা যাত্রীবাহী বাসে ইট-পাটকেল নিক্ষেপ করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে বাসের ছাদে থাকা এক যাত্রী পড়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় একই বাসের চাকায় পিষ্ট হয়ে সিরাজ উদ্দীন (৫৫) নামের এক পথচারী মারা যান। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে অবরোধের শুরুতে শনিবার সকালে পুলিশের গুলিতে ইসরাইল হোসেন (২৬) নামে এক শিবিরকর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইমদাদুল হক নামে এক স্বেচ্ছাসেবক দল নেতা। একই সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন এক পুলিশ কনেস্টবল। তবে আহত পুলিশ কনেস্টবলের পরিচয় জানা যায়নি। নিহত ইসরাইল উপজেলার হরিন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে কোটচাঁদপুর শহরের মেইন বাসস্টান্ডে বিএনপি, জামায়াত ও শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি করে। গুলিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক ইমদাদুল হক ও শিবিরকর্মী ইসরাইল হোসেন গুলিবিদ্ধ হন। এরমধ্যে শিবিরকর্মী ইসরাফিলের গলায় গুলি লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পাবনা : অবরোধের প্রথম দিন মিছিল-পিকেটিং করার সময় ট্রাক চাপায় ঈশ্বরদীতে মহাবুল হোসেন (৪০) নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১০ জন।

নিহত মহাবুল ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় গ্রামের ছইমুদ্দিনের ছেলে ও ছলিমপুর ইউনিয়ন যুবদলের কর্মী।

ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চাঁদ আলী মোড়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যদর্শীরা জানান, অবরোধের সমর্থনে যৌথভাবে ছলিমপুর ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল করছিল। এ সময় একটি ট্রাক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পিকেটাররা ট্রাকটিতে ভাঙচুর করতে উদ্যত হলে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে মিছিলে অংশগ্রহণকারীদের ওপর ট্রাক তুলে দেয়। এতে

ঘটনাস্থলেই মারা যায় মহাবুল। পরে বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। তবে ট্রাকচালক ও সহকারী পালিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, দমকল বাহিনীর সহায়তায় ট্রাকের আগুন নেভানো হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনডিএস/ ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর