thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সিলেটে গাড়ি ভাঙচুর, আহত ১৫

২০১৩ ডিসেম্বর ০১ ০৪:০৩:৫০
সিলেটে গাড়ি ভাঙচুর, আহত ১৫

সিলেট সংবাদদাতা : জেলার গোলাপগঞ্জের বইটিকর বাজার ও সদরের এমসি স্কুল অ্যাণ্ড কলেজের সামনে শনিবার রাত সাড়ে ৮টায় অর্ধশত যানবাহন ভাঙচুর করেছে বিএনপি-জামায়াতকর্মীরা। এতে ১৫ যাত্রী আহত হন।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জমসেদ আলম দ্য রিপোর্টকে বলেন, দুর্বৃত্তরা রাত সাড়ে আটটায় এমসি স্কুল অ্যাণ্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর করেছে। তবে কয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টায় ৩০-৪০ জনের একটি দল সড়ক অবরোধ করে বেপরোয়া গাড়ি ভাঙচুর করে। ভাঙচুরের সময় ১৫ যাত্রী আহত হয়েছেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী ভাঙচুর চালানোর পর হামলাকারীরা পালিয়ে যায়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/নভেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর