thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ভালুকায় সংঘর্ষ, ওসিসহ আহত ১৫

২০১৩ ডিসেম্বর ০১ ১৩:২১:২৫
ভালুকায় সংঘর্ষ, ওসিসহ আহত ১৫

ময়মনসিংহ সংবাদদাতা : ১৮ দলের ৭২ ঘণ্টার হরতালের দ্বিতীয়দিন রবিবার ময়মনসিংহের ভালুকায় পুলিশ ও অবরোধকারীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এতে ভালুকা থানার ওসি আ. মোতালেব মিয়া ও ভালুকা উপজেলা বিএনপি সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চুসহ ৫ পুলিশ ও বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভালুকা থানার মোড়ে দুপুর পৌনে ১২টার দিকে অবরোধকারীরা গাড়ি ভাঙচুরের সময় পুলিশ ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পুলিশ ৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

(দ্য রিপোর্ট/একে/এএস/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর