thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ব্যবসায়ী সুমন হত্যার দায়ে ৪ জনের ফাঁসি

২০১৩ ডিসেম্বর ০১ ১৫:৩৮:৫৫
ব্যবসায়ী সুমন হত্যার দায়ে ৪ জনের ফাঁসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানী ঢাকার মোহাম্মদপুরে কম্পিউটার ব্যবসায়ী সুমন কুমার দত্ত হত্যার অভিযোগে চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজেদুর রহমান এ আদেশ দেন।

ফাঁসির আদেশপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুল করিম সরদার, রাশেদ সরদার রাজু, দ্বীন ইসলাম ও নাসির হোসেন গাজী। এদের মধ্যে রাশেদ সরদার পলাতক রয়েছেন।

রায়ে আসাদুজ্জামান খানকে দুই বছর সশ্রম করাদন্ড ও ‍দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় শামীম ফকিরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৫ অক্টোবর মোহাম্মদপুর থানার ২৭ নম্বর রোডের ৪০৫ নম্বর বিল্ডিংয়ের (শর্মা প্যালেস) ৫ম তলায় নিজ অফিসে খুন হন সুমন কুমার দত্ত।

এ ঘটনায় ৯ অক্টোবর নিহতের বাবা সুশীল কুমার দত্ত বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আনোয়ার হোসেন ছয়জনকে আসামি করে ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন।

আসামিদের মধ্যে আবদুল করিম সরদার, দ্বীন ইসলাম ও নাসির হোসেন গাজী আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। চার্জশিটের ২১ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

(দ্য রিপোর্ট/এএইচ/এসবি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর