thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

কৌশলগত বিনিয়োগকারী ছাড়াই হবে নতুন পর্ষদ : ডিএসই সিইও

২০১৩ ডিসেম্বর ০১ ১৫:৪৭:৩৮
কৌশলগত বিনিয়োগকারী ছাড়াই হবে নতুন পর্ষদ : ডিএসই সিইও

নূরুজ্জামান তানিম, দ্য রিপোর্ট : ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী কৌশলগত বিনিয়োগকারী (স্টাট্রেজিক ইনভেস্টর) পরিচালক ছাড়াই ১২ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এক্ষেত্রে সাতজন স্বতন্ত্র পরিচালক, চারজন স্টেকহোল্ডার ও একজন সিইও থাকবেন বলে জানিয়েছেন ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা।

সম্প্রতি ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ডিএসইর নতুন পরিচালনা পর্ষদ নিয়ে আলাপকালে তিনি দ্য রিপোর্টকে এ কথা বলেন।

স্বপন কুমার বালা বলেন, ‘বর্তমানে ডিএসইর ১৩ সদস্যের পরিবর্ত ১২ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে। কারণ, এখন পর্যন্ত স্টাট্রেজিক ইনভেস্টর পরিচালক নেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে কোনও নির্দেশনা আসেনি। তাই ১২ সদস্যের পর্ষদ গঠনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘আইনানুসারে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের সনদ পাওয়ার দিন থেকে (২১ নভেম্বর) তিন বছরের মধ্যে যে কোনও দিন এ পরিচালক নেওয়ার বিষয়ে বিএসইসি নির্দেশ দিতে পারে। আর নির্দেশ পাওয়ার পরবর্তী এক বছরের মধ্যে ডিএসইকে স্টাট্রেজিক ইনভেস্টর পরিচালক নিতে হবে।’

ডিএসইর সিইও আরও বলেন, ‘আমরা রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশন দ্রুত গঠন করব। ফলে আমাদের স্টক এক্সচেঞ্জের সেলফ রেগুলেটরি ফাংশন (এসআরএফ) আলাদা হয়ে যাবে। কারণ, ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিমে এ বিভাগ দ্রুত গঠন করতে বলা হয়েছে।’

স্বপন কুমার বালা বলেন, ‘ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ডিএসইর নতুন পরিচালনা পর্ষদ গঠনের আগে সিইওর পদের নামকরণ পরিবর্তন খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। এখন আমাদের নামকরণ পরিবর্তনের ইচ্ছাটাও কম রয়েছে। আমরা ভেবে রেখেছি, নতুন পর্ষদ গঠন করে প্রথম বোর্ড সভায় ডিমিউচ্যুয়ালাইজেশন আইন ও স্কিম অনুসারে পদের নামকরণ করা হবে। তবে আইনে সিইও অথবা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নামকরণ উভয়ই রাখা হয়েছে। নতুন পর্ষদ হলে বর্তমান প্রেসিডেন্টের পদের নাম পরিবর্তিত হয়ে চেয়ারম্যান হবে। আর সিইওর নাম পরিবর্তন করে এমডি রাখা হবে। যেহেতু অর্ন্তবর্তীকালীন বর্তমান পর্ষদের প্রধানকে প্রেসিডেন্ট নামেই আক্ষায়িত করা হচ্ছে, তাই আমার পদের নামকরণ আগেরটাই থাকবে।’

(দ্য রিপোর্ট/এনটি/এইচকে/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর