thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

রাস্তায় পাথর ফেলে অবরোধ

২০১৩ ডিসেম্বর ০১ ১৭:৫৯:১৫
রাস্তায় পাথর ফেলে অবরোধ

চাঁদপুর সংবাদদাতা : ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে চাঁদপুর শহরে রাস্তায় পাথর ফেলে অবরোধ করে অবরোধ সমর্থকেরা।নাশকতা এড়াতে বর্ডার গার্ড সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

এ ছাড়া চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে অবরোধ সমর্থকেরা গাছের গুড়ি ও টায়ারে আগুন ধরিয়ে অবরোধ করে। ভোর রাতে শহরের বিপনী বাগ পৌর সুপার মার্কেটের সামনে একটি পণ্যবাহী ট্রাকে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের বড় স্টেশন সড়কের আক্কাছ আলী স্কুলের সামনের রাস্তায় অবরোধকারীরা পাথর এনে রাস্তার উপর ফেলে অবরোধ করে। পরে পুলিশ গিয়ে তা সরিয়ে দেয়।

এদিকে শহরতলীর কুমারডুগী এলাকায় শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি অবরোধের সমর্থনে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মিছিল ও পিকেটিং করেছে।

চাঁদপুর সড়ক পথে আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল থেকে সড়ক পথে দূর পাল্লার কোনো গণপরিবহন চলাচল করেনি।

এদিকে চাঁদপুর নৌপথে সকাল ৭টায় সেনার তরী লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তার ২ ঘন্টা পর চাঁদপুর থেকে যাত্রী নিয়ে এমভি ঈগল লঞ্চসহ বেশ কয়েকটি নৌ-যান ঢাকার অভিমুখে ছেড়ে গেছে।

(দ্য রিপোর্ট/এমডি/এসবি/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অবরোধ এর সর্বশেষ খবর

অবরোধ - এর সব খবর